ফ্রান্সে এবং সারা বিশ্বে ব্যাপক ভাবে বিধর্মীরা ইসলাম গ্রহণ করছে। ফ্রান্সের জনগণ
ইসলাম হলো: শান্তির ধর্ম ইসলাম আমাদের শিক্ষা দেয় যে কত? আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ইসলামী বিশ্বা'স অনুসারে, আদম 'হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী ইসলামের বাণীই প্রচার করে গেছেন। যুগে যুগে বহু মানুষ ভিন্ন ধ'র্ম থেকে ইসলাম গ্রহন করেছেন।
তারই ধা'রাবাহিকতায় এবার ফ্রা’ন্সের প্রেসিডেন্ট এবং সারাবিশ্বের মানুষেরা জানালেন দেশটিতে ব্যাপক-আকারে ইসলামের প্রসার শুরু হয়েছে। তিনি বলেন, আমি হিজাব পরিহিতা সকল নারীকে সম্মান করি।
গত কয়েক বছর বিশ্বে অ'ভিবাসনস্রোতের কারণে ফ্রা’ন্সে ব্যাপক-ভাবে ইসলামের প্রসার শুরু হয়েছে। ফ্রান্সে মুসলিম নাগরিকদের সংখ্যা সাড়ে চার 'হতে ছয় মিলিয়নের মতো।
আলহামদুলিল্লাহ তিনি আরো বলেন, ইসলাম ধ'র্ম ফ্রান্সের জন্য অনেক টা নতুন। এবং শান্তির ধর্ম ইসলাম
আমা'দের অনেক নাগরিক ইসলামকে ভয় পায়, আমি তাদের বলবো, ঐক্যব'দ্ধ থাকার জন্য প্রত্যেক বিশ্বা'সীর স্বাধীনতার প্রতি সন্মান জানাতে হবে। হিজাব পরিধান বি'ষয়ে প্রশ্ন করা হলে ম্যাকরন বলেন, আমি হিজাব পরিহিতা প্রত্যেক নারীকে সম্মান করি। ফ্রা’ন্সের প্রত্যেক নাগরিককে তাদের সন্মান করতে হবে, হিজাব নি'ষি’'দ্ধের সমর'্ধক আমি নই।
মুসলিম জনসংখ্যা
মুসলিম জনসংখ্যার কত অংশ কোন প্রধান ধারার সাথে যুক্ত আছে তা নির্ণয় করা পরিসংখ্যানবিদদের কাছে বেশ কষ্টকর ছিল।
যেমন, শিয়া সুন্নি সংক্রান্ত বিস্তারিত তথ্য অনেক দেশেই পর্যাপ্ত পরিমাণে নেই।
যখন কোনো তথ্য পাওয়া যায় না তখন দেশটিকে সুন্নি তালিকার অন্তর্ভুক্ত করা হয়।
তবুও বিভিন্ন সূত্র ব্যবহার করে একজন মোটামুটি এই অনুমানে পৌঁছাতে পারে যে শিয়ারা মোট মুসলিম জনসংখ্যার ১০-১৫%।
যদিও আরেকটি গ্রহণযোগ্য হিসেবে দেখা গেছে শিয়াদের মোট পরিমাণ ৭.৫%
1 coment rios:
I love muslMu
Post a Comment