Monday, April 6, 2020

ফটোশপের গুরুত্বপূর্ণ ২০টি শর্টকাট এবং কাস্টমার শিখুন সম্পূর্ণ ফ্রিতে



ফটোশপের ২০টি শর্টকাট এবং কাস্টমার শিখুন সম্পূর্ণ ফ্রিতে

প্রকাশক... মোহাম্মদ উমর সানী (( অ্যাডমিন))

হ্যালো বন্ধুরা কেমন আছেন, আশা করি! সবাই ভালো🔺 আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে, 🔺🔻কিভাবে আপনি ফটোশপের ২০টি গুরুন্তপূর্ন  বিষযুক্ত নিয়ে আলোচনা করব, আলহামদুলিল্লাহ আশা করি সাথে থাকবে, শো কথা না বাড়িয়ে চলো যায়! মূল কাজের দিকে ⏩ ফটোশপ ছবি এডিটিং আর এনিমেশনের  খুবই পরিচিত একটি নাম যা শুনলে মানুষ অভাগ হয়ে যায়😱


ফটোশপে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাইলে এই ২০টি বিষয়ে বেশি মনোযোগী হতে পারবেন আলহামদুলিল্লাহ....


১. সিলেকশন টুলস গুলোর ব্যাবহার শিখুন বিশেষ করে পেন টুল। এই টুলস দিয়ে ছবি বা অন্য কাজও করা যায়,


২. কীবোর্ড শর্টকাট গুলো শিখুন এবং কাস্টম শর্টকাট তৈরি করুন। এবং বার বার চেষ্টা করুন,


৩. ব্লেন্ডিং মুড গুলো নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করুন। যত গুলো নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করবেন, তত তাড়াতাড়ি শিখতে পারবেন,


৪. কার্ভ টুলের অপশন গুলো জানুন এবং কাস্টোমাইজ করতে শিখুন।


৫. ইরেজার/ব্যাকগ্রাউন্ড টুলসের পরিবর্তে মাস্কিং করতে শিখুন।


৬. হোয়াইট ব্যালেন্স এবং এবং কালার টেম্পারেচার সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করুন।


৭. ব্রাশ প্যানেল কাস্টমাইজ করতে শিখুন। গুলো নিয়ে বেশি বেশি ঘাটা ঘাটি করুন।


৮. স্মার্ট অবজেক্ট ব্যবহার করুন। গুলো নিয়ে বেশি বেশি ঘাটা ঘাটি করুন।


৯. একই কাজের ভিন্ন ভিন্ন পদ্ধতি // শর্টকাট শিখুন।


১০. লিকুইফাই/ডিস্টর্ট/পাপেট সহ নানান টুলের ব্যবহার বেশি বেশি গুলো নিয়ে  ঘাটা ঘাটি করুন।


১১. রিটাচিং এর ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি সেপারেশন কাজে লাগানোর চেষ্টা করুন,


১২. কোন ইফেক্টের ক্ষেত্রে ফ্লো/ইনটেনসিটি নিয়ন্ত্রন করুন। নিজেকে ঠিক রাখুন


১৩. প্রোপার্টি প্যানেল ব্যবহার করুন। সঠিক ভাবে


১৪. ডজিং এবং বার্নিং এর বহুল ব্যবহার শিখুন। যাতে কোন কিছু মিস না যায,


১৫. লেয়ার অরগানাইজ করুন এবং রিনেম করুন। এবং বুঝেননননন 

১৬. প্রতিটি টুল সিলেক্ট করার পর, টপ বারের অপশন গুলো দেখুন এবং ব্যবহার করুন।

১৭. সর্বোপরি হতাশ হবেনা, সমালোচনা গ্রহন করুন, ধৈর্য্য ধরুন।


১৮. সেধো সম্পর্কে জানুন এবং শিখুন,  যেমন: কিভাবে ছবি সুন্দর ভাবে সেধো ব্যবহার করতে হয়, ইত্যাদি ইত্যাদি 🔺🔻


১৯.  যে কোন ছবির রঙ//খালারের বিষয় টা বুঝেননননন,  বেশি বেশি গুলো নিয়ে  ঘাটা ঘাটি করুন।


২০. ফটোশপের উপরের ফ্লিটারের কাজ করুন এবং এই বিষয়ী বেশি বেশি গুলো নিয়ে  ঘাটা ঘাটি করুন।


               ❤❤❤কিছু কথা❤❤❤

মনে রাখবেন, আপনিও নিজে শিখবেন এবং অন্যকে শিখাবেন📲 শেখার কোন শেষ নেই, যত বেশি শিখবেন//শিখাবেন তত আপনার এবং জাতিগত দিয়ে লাভ হবে❤

♣♣ আপনাদের যে কোন কিছু যদি এই ওয়েব সাইটে পাবলিশ করতে চান? তবে আমাদের সাথে যোগাযোগ করতে পাবেন!.... ♣♣


Mobile: 01886-587495



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 coment rios:

Unknown said...

Nice tip's Photoshop