আপনার পিসির জন্য সেরা ৫ টি ফ্রি এন্টি ভাইরাস
এন্টিভাইরাস প্রতিটা পিসির জন্য অনেক দরকারি একটি টুলস। বিভিন্ন কারনে আমাদের পিসিতে ক্ষতিকারক ভাইরাসের হামলা হতে পারে, আর যাদের পিসিতে একবার ভাইরাস ধুকেছে তারাই ভালো বলতে পারবে যে এর কি জ্বালা। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এ বছরের সেরা ৫ টি ফ্রি এন্টিভাইরাসের সাথে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার পিসিকে ক্ষতিকর ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারবেন তাও আবার ফ্রিতে।
(1)
Averts উইন্ডোজ এক্সপি, ৭, ৮, ৮.১ সহ প্রায় সব ভার্সনের ম্যাকে ব্যবহার করতে পারবেন।
(2)
তবে পিসিতে হয়তো অনেকেই ব্যবহার করেননি, যদি সেটায় হয়ে থাকে তবে অবশ্যই আজকে এটি ব্যবহার করে দেখুন ভালো লাগবে। উইন্ডোজ এবং ম্যাক এই ২টি প্লাটফরমেই আপনি AVG Antivirus Free ভার্শনটি ব্যবহার করতে পারবেন।
(3)
(4)
(5)
একটি অভিনব সফ্টওয়্যার বিকাশকারী যা উইন্ডোজের জন্য বিশেষায়িত সুরক্ষা পণ্য বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে। স্মাডভ আজ মূলত অতিরিক্ত সুরক্ষা (দ্বিতীয় স্তর) অ্যান্টিভাইরাস হিসাবে এবং ভাইরাস থেকে ইউএসবি ফ্ল্যাশ-ডিস্ক সুরক্ষা / পরিষ্কার করার জন্য মনোনিবেশ করেছেন। পুরানো ব্ল্যাকলিস্টিং পদ্ধতিগুলি রেখে যাওয়ার চেষ্টা করে আমরা ম্যালওয়্যার সনাক্ত করার জন্য ইন্টেলিজেন্স কৌশলটি বিকাশ করি, আমরা আচরণ, হিউরিস্টিক এবং শ্বেত তালিকা দেওয়ার পদ্ধতি ব্যবহার করি এবং আমরা এখনও মেশিন লার্নিং এবং ডেটা মাইনিং পদ্ধতিগুলির সাথে আমাদের পরবর্তী জেন অ্যান্টিভাইরাস বিকাশ করছি।
ও আর একটি কথা, পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে লাগে তবে অবশ্যই এটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর কোন প্রশ্ন বা পরবর্তীতে কোন বিষয় নিয়ে পোস্ট করবো সেটি যানাতে ভুলবেন
না যেন
1 coment rios:
Nice PC antivirus software
Post a Comment